মাইনক্রাফটের ইতিহাস ও এর পিছনে মূল গল্প


মাইনক্রাফটের ইতিহাস ও এর পিছনে মূল গল্প


২০০৯! হ্যা, ২০০৯ সাল ছিল এমন একটা সময়, যে সময়ে পৃথিবীতে বসবাসকারী সকল মানুষদের গেমিং সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। সেই সময়ের প্রচলন অনুযায়ী মার্কেটে যে গেমই আসতো না কেনো, তারা তা খেলতো। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটলো যার ফলে সেই সময়ের মানুষদের গেমিং সম্পর্কে এক ভিন্ন ধারণা মনে গেঁথে গেলো। এটা খুব বেশি আগের কথাও না! কিন্তু এই বর্তমান সময়ে দাড়িয়ে এটি একটি চমৎকার বিষয়।


২০০৯ সালের মে মাস...

সেই মাসেই একটা গেম ঘরোয়া ভাবে মুক্তি পায়। গেমটির নাম হলো 'মাইনক্রাফট' উহু! ভুল বললাম 'দ্যা কেভ গেম'। না, মনে হয় সঠিকই বলেছি। যাই হোক!  আমার মনে হয় না যে এই গেমটির নাম বর্তমানে কেউ শোনেনি বা খেলেনি। কিন্তু এর ইতিহাস কতজনই বা জানে! এই গেমটি তৈরি করা হয় মাত্র ১ সপ্তাহে এবং এই গেমটি তৈরি করেছিলেন 'মারকাস পারসন' (Markus Persson) বা নচ্‌ (Notch)। তখনকার সময়ে, গেমটি একটা নতুন চমক আনে দেশ-বিদেশের গেমারদের জন্য। গেমটির ভিতরে এমন কিছু বিশেষত্ব ছিল যা সবাই খুব ভালো ভাবেই উপভোগ করছিল। গেমটি Notch এর একটা কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই গেমটির হাত ধরেই Notch তার একটা কোম্পানি প্রতিষ্ঠা করে, যার নাম 'মোজাং স্টুডিওস্‌' (Mojang Studios)।

পরবর্তীতে এই গেমটি 'TIGSource' এ Independent Game Developer এর ফর্মে নাম লেখায়। এরপর প্রাথমিকভাবে গেমটি ১৮ই নভেম্বর, ২০১১ সালে মুক্তি পায়। তারপর থেকেই সারা বিশ্বজুড়ে গেমটির নাম ছড়াতে দেরি লাগেনি। হ্যা, সেই সময়ের 'দ্যা কেভ গেম' বর্তমানে 'মাইনক্রাফট' নামে পরিচিত। এই গেমটির ডেভেলপমেন্টের কাজ এখন পর্যন্ত Mojang Studios - ই সামলে যাচ্ছে। গেমটির ভিতরে প্রত্যেক বছর নতুন নতুন Elements Add করে যাচ্ছে তারা। তাদের পথচলাটা অনেক সহজও ছিল না আবার কঠিনও ছিল না। গেমটি মুক্তি পাওয়ার কয়েক বছর পরে (২০১৪ সাল) 'মাইক্রোসফট' (Microsoft) এই গেমটি কিনে নেয়। Notch আর্থিকভাবে সমস্যায় পরায় সে Minecraft গেমটি Microsoft এর কাছে ২.৫ বিলিয়ন ইউএসডি দিয়ে বিক্রি করে দেন। যা বর্তমানে ২৫৩,৩৭৪,৫০০,০০০.০০ বাংলাদেশি টাকার সমান। এতগুলো টাকা সম্পর্কে ভাবাও যায়না। যাই হোক! এই গেমটি যে দেশ-বিদেশের অধিকাংশ গেমারের মন ছুঁয়ে আছে এখন পর্যন্ত তা বিশ্বাসই হয় না। কিছুদিন আগেই মাইনক্রাফটের ভিউস ছাড়িয়ে গেছে ইউটিউবে। ইউটিউব মাইনক্রাফটের এই বিশাল সফলতার জন্য একটি বিশেষ ভিডিও আপলোড করে তাদের নিজেদের চ্যানেলে। সেই সময়ে মাইনক্রাফট ১ ট্রিলিয়ন (১,০০০,০০০,০০০,০০০) ভিউস ছাড়িয়ে যায়। যা সেই এই পর্যন্ত কোনো গেম এত কম সময়ে করতে পারেনি। এখনো এর সংখ্যা বেড়েই যাচ্ছে প্রতিনিয়ত। Mojang Studios প্রত্যেক বছরই নতুন কিছু না কিছু আপডেট দিয়ে থাকে। কিছুদিন আগেও তারা মাইনক্রফট আপডেট দিয়েছিল। যেখানে তারা অনেক নতুন নতুন Elements Add  করেছে। তো এইটা ছিল মাইনক্রাফটের পরিচিতি। এখন আমরা আরো গভীরে যাবো। 

মাইনক্রাফটকে এই পর্যন্ত সবচেয়ে Creative Game (সৃজনশীল গেম) বলা হয়। কারন এই গেমে এমন কিছু করা যায় যা অন্য গেমে নেই বললেই চলে। চলুন এই গেমকে Creative Game বলার কারণগুলো খুঁজি!

  • মাইনক্রাফট গেমটিতে যেকোনো কিছু Build (তৈরি) করা যায়।
  • মাইনক্রাফট গেমটিতে এমন কিছু Items আছে যা দ্বারা অনেক কিছু করা যায়। যেমন - Sword (তলোয়ার), যা দ্বারা শত্রু পক্ষকে মারা যায়।
  • মাইনক্রাফট গেমটিতে একটি Story আছে অন্যান্য গেমের তুলোনায় অনেক ভিন্ন।
  • মাইনক্রাফট গেমটিতে ৩টি World বা Dimension রয়েছে। World এর নামগুলো হলো - Over World, Nether WorldEnd World
  • মাইনক্রাফট গেমটিতে একটি মাত্র লক্ষ রয়েছে যা হলো Ender Dragon কে (এন্ডার ড্রাগন) মারা। 
  • মাইনক্রাফট গেমটিতে যেকোনো Electrical Elemets তৈরি করা সম্ভব।
  • মাইনক্রাফট গেমটিতে অনেক ধরনের Mob রয়েছে। যাদের মধ্যে কেউ উপকারী আবার কেউ উপকারী নয়। কিন্তু মাইনক্রাফট গেমটিতে একটি Mob বাদে এমন কোনো Mob নেই যা কাজে আসে না। সেই Mob এর নাম হলো Bat (বাদুড়)।
  • মাইনক্রাফট গেমটিতে কোনো কোনো Mob কে মারলে সেখান থেকে XP বের হয়। যা দ্বারা লেভেল বাড়িয়ে বিভিন্ন জাদু করা যায়। 
  • মাইনক্রাফট গেমটিতে অনেকে জাদুকরী শক্তিশালী বই রয়েছে। যার দ্বারা কারো সাথে লড়াই করা অতন্ত সহজ হয়।
  • মাইনক্রাফট গেমটি একটি Multiplayer (মাল্টিপ্লেয়ার) গেম। অর্থাৎ এই গেমটি বিশ্বের যে কেউ খেলতে পারবে। 
  • মাইনক্রাফট গেমটিতে অনেক মূল্যবান Items রয়েছে। যা দ্বারা অস্ত্র তৈরি করা হয়। যেমন - Diamond, Emerald, Gold, IronNetherite

সব মিলিয়ে একটি মানুষ তার জীবনটাকে সারাদিন যেভাবে চালায় ঠিক সেই ধারণার সাথে মিল রেখে এই গেমটি তৈরি করা হয়েছে। এখানে যতগুলো Features এর কথা বলা হয়েছে, এই গেমটি খেললে এর চেয়ে ৩ গুণ Features বেরিয়ে আসবে। তাই এখানে প্রমাণিত হয় যে, মাইনক্রাফট একটি Creative Game

এবার আসি মাইনক্রাফট এর মেইন Character এর বিষয়ে। মাইনক্রাফটে Default দুইটি Character রয়েছে। তাদের নাম STEVE এবং ALEX। এখানে Steve একজন ছেলে যোদ্ধা এবং Alex একটি মেয়ে যোদ্ধা। এদের গেমটির কাহিনী অনুযায়ী এদের Love Chemistry রয়েছে। যাই হোক সেখানে না যাই। যেহেতু গেমটি প্রথমবার খেলার সময় Player হিসাবে Steve থাকে তাই আমরা তাকে নিয়েই কথা বলব। তার মানে এই না যে Alex কে নিয়ে বলবো না। তার আগে আসুন, এই দুইজনেরই চরিত্রটা ভালোভাবে বোঝার চেষ্টা করি।

 STEVE 

Steve হচ্ছে মাইনক্রাফট গেমের একটা মূল চরিত্র। সে অনেক শক্তিশালীও বটে। মাইনক্রাফট গেমে Steve এর ক্ষমতাকে অনেক উচ্চতর পর্যায় দেখানো হয়েছে। মাইনক্রাফট গেমে Steve কে দুইভাবে দেখতে পাওয়া যায়। এক হলো দাড়ি ছাড়া Steve আরেকজন হলো দাড়িওয়ালা Steve। দাড়ি ছাড়া Steve এর বয়স কমপক্ষে ২০-২৩ বছর এর মধ্যে এবং দাড়িওয়ালা Steve এর বয়স কমপক্ষে ৩১-৩৫ বছর। Steve এর যে পোশাক দেখানো হয়েছে গেমে, তা খুবই সাধারণ। একটি Cyan কালাড়ে T-shirt এবং Violat কালারের Jeans পরে থাকে সে সব সময়। আসুন তার ক্ষমতা সম্পর্কে জানি। Steve এর একটি বিশেষ ক্ষমতা হলো সে এক সাথে ৪৫টা Blocks & Items নিজের কাছে জমা রাখতে পারে। আরো অনেক ক্ষমতা রয়েছে যেমনঃ সে Zombie, Skeleton, Creepers বা হোক Ender Dragon - সবার সাথে লড়াই করার ক্ষমতা রাখে। সে ৩টি World - ই ভ্রমণ করতে পারে। সে তার Protection এর জন্য সকল রকমের ঢাল তৈরি করে রাখতে সক্ষম। সে যদি একবার মারা যায় তবে সে আবার ফিরে আসে সেই World - এ। এই বিষয়ে আরেকটা মজার ঘটনা রয়েছে।


 ALEX 

AlexSteve এর মতই ক্ষমতা রাখে। তাদের ক্ষমতা একে অপরে সমান। Alex একটি মেয়ে চরিত্র। তার বয়স ১৯-২১ এর কাছাকাছি। মাইনক্রাফট গেমে বয়স নির্ধারন করা অনেক জটিল বিষয়। কারন এই গেমে একটা নতুন দিন আসতে সময় লাগে ২০ মিনিট। ঐ হিসাবে মাইনক্রাফটের এক বছর, আমাদের বছরের তুলনায় অনেক কম। ইন্টারনেটের অনেক গভীর থেকে তথ্য সংগ্রহ করে জানা গেছে যে, Alex একটু ভীতু প্রকৃতির। Alex কিছুটা Steve এর ওপর নির্ভরশীল। তার সম্পর্কে আর তেমন কিছুই বলার নেই।

 Steve এবং Alex এর সম্পর্ক 

ইন্টারনেটে অনেক ধরনের তথ্য রয়েছে এ সম্পর্কে। কিন্তু এখানে যেটা সবচেয়ে বেশি ছড়িয়েছে, তা হলো তারা দু'জন একে অপরকে ভালোবাসে। সেই হিসাবে তাদের Status ধরা যাক, প্রেমিক-প্রেমিকা। 


মাইনক্রাফটে যেমন একজন যোদ্ধা রয়েছে, সেরকমই অনেক রকমের প্রতিপক্ষ দলও রয়েছে। যেমনঃ Zombie (এক বিশেষ ধরনের লক্ষ্যহীন এবং বাকহীন মানুষ আকৃতির মৃত জীব, যা মারা গিয়ে আবার জন্ম নেয়), Skeleton (কঙ্কাল), Creeper, Ender Man, Wither, Ender Dragon ইত্যাদি। এদেরকে মাইনক্রাফট গেমের Villain বলা হয়। এছাড়াও কিছুদিন আগেই একটা নতুন Villain কে Add করা হয় মাইনক্রাফটে। যার নাম Warden (একটি নির্দিষ্ট অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রক্ষী)। Warden কে অন্যান্য Villain এর থেকে অনেকে শক্তিশালী করা হয়েছে।


 মাইনক্রাফটের স্টোরিলাইন 

যতদিন যাচ্ছে মাইনক্রাফটের স্টোরি ততই বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় যে থিওরী রয়েছে তা সম্পর্কে একটু জানবো। 

পৃথিবীর মতই একটা স্বাভাবিক জগৎ ছিল। যার নাম Over World। সেখানে সবাই আমাদের মতই থাকতো। শুধু পার্থক্য এই ছিল যে, তাদের দুনিয়ায় সবকিছু বক্স আকৃতির। কারণ তারা 4th Dimesion থেকে ছিল। যাই হোক! তাদের দিন অনেক ভালোই যাচ্ছিল। তাদের উন্নতি দিন দিন বেড়েই চলছিল। তারা বেশি জাদুবিদ্যা নিয়ে চর্চা করতো। কিন্তু তারা জানতো না যে তারা যত জাদুর আশ্রয় নেবে তাদের আয়ু ততই কমতে থাকবে। একদিন একজন এক বিশেষ ধরনের চকচকে পাথর খুঁজে পায়। তার সেই পাথর নিয়ে গবেষণা করতে করতে, জানতে পারে যে এই পাথরটিকে রাখা হলে অন্য দুনিয়ায় যাওয়ার দরজা খুলে যায়। আর এই ভাবে তারা একটা Portal তৈরি করে এবং একটা নতুন World এ প্রবেশ করে। যার নাম Nether World। সেখানকার পরিবেশ Over World এর একদমই বিপরীত। সেখানকার তাপমাত্রা অতন্ত গরম। সেখানে পানির বদলে গলিত লাভার নদী বয়ে যায়। আর সেখানে অনেক ধরনের ভয়ংকর জীব-জন্তু দেখা যায়। যেমনঃ Piglin, Ghast ইত্যাদি। Over World এ বসবাসকারী লোকদের মাথায় তখন অন্য কিছুই চলছিল। তারা ভাবছিল যে Over World বা Nether World এর মত হয়তো আরো অনেক World আছে। তার সেই World এর বিষয়ে গবেষণা শুরু করে। এমনকি তারা খুঁজতে খুঁজতে এক সময় পেয়েও যায়, যা তারা চাইছিল। তার এক বিশেষ ধরনের Portal খুঁজে পায় Over World এর মাটির নিচে। তারা সেই World এ প্রবেশ করতেই দেখে একটি বিশাল Dragon এক বৃহৎ জায়গা জুড়ে ঘুমাচ্ছিল। তারা সেখানে বসবাস করতে শুরু করে। তারা প্রথমে Dragon টিকে দেখে ভয় পেলেও পরে সব ঠিক হয়ে যায়। কারণ Dragon টি ঘুমাচ্ছিল। সেই বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। আগেই বলা হয়েছিল যে Over World এর লোকেরা যত জাদুবিদ্যা অনুসরণ করবে তাদের ততই আয়ু হ্রাস পাবে। আর সেই আয়ু চলে যাবে সেই Dragon টির কাছে। তারা ভালোভবে দিন কাটালেও তাদের আয়ুগুলো ক্রমশ হ্রাস পাচ্ছিল। হঠাৎ একদিন Dragon টি জেগে উঠলো এবং সব কিছু এক নিমেষেই ধ্বংস করে দিল। আর একসময় Dragon টি Portal এর মাধ্যমে Over World এ প্রবেশ করে। আর সেখানও ধ্বংস-যজ্ঞ চালায়। এই ধ্বংস-যজ্ঞ চালানোর সময় অনেকজন মারা যায়। এমনকি ঐ Portal এর সাহায্যে ঐ World এর সকল ভয়ংকর প্রাণীগুলো Over World এ প্রবেশ করে। যার কারণে Over WorldEnder Man, Skeleton, Creeper ইত্যাদি দেখা যায়। Over World এর অধিবাসীরা Dragon এর বিষাক্ত নিঃশ্বাস ত্যাগের কারণে মৃত্যুবরণ করে এবং Dragon টির নিঃশ্বাসে থাকা ভাইরাসে কারণে তারা মারা গেলেও পুনঃরায় জীবিত হয়ে যায়। যাকে বলা হয় Zombie। এক কথায় Dragon এর সাথে সংঘর্ষের ফলে Over World এ এরকম ভয়ংকর প্রাণীগুলো এসে পরে। এই তাণ্ডব চালানোর পর Dragon টি আবার তার নিজের World এ ফিরে যায়। তারপর অনেক বছর কেটে যায়। সবাই ঐ Dragon এর প্রতি অসন্তুষ্ট। যার ফলে তারা চিন্তা করে যে, কোনো সাহসী যোদ্ধাই পারে আমাদের এই Dragon এর হাত থেকে বাঁচাতে। আর তার কিছুদিন এর মধ্যেই ভুলক্রমেই হোক বা পরিকল্পনা মাফিকই হোক, একজন আসে এই World এ। সে হলো Steve। সেখানে সবার সব কথা শোনার পর সে সিদ্ধান্ত নেয় যে সে ঐ Dragon টাকে হত্যা করবে নিজ হাতে। তাই সে প্রস্তুতি নিতে শুরু করে। সে পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করে। আরো অনেক ধরণের অভিজ্ঞতা তার হয়। এক সময় যখন সে নিজেকে গড়ে তুলে এবং ঐ World এ যাওয়ার সিদ্ধান্ত নেয়।

ঐ World এর নাম দেওয়া হয় End World। এমনকি সে Dragon টির নামও ঐ অনুসারে দেওয়া হয়, Ender Dragon। সে সেখানে যায় এবং সকল বাধাকে অগ্রাহ্য করে ওই Ender Dragon কে মেরে ফেলে। আর এইভাবেই বিনাশ হয় এই Ender Dragon এর। 


এই ছিল মাইনক্রাফটের মূল গল্প। নতুন নতুন আপডেট আসছে গেমে এবং গেমের কাহিনীও বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। তো আসুন এবার মাইনক্রাফটের কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জানি।


 মাইনক্রাফট ফ্যাক্ট 

  • আপনি কি জানেন? অনেকে বলে যে Steve একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই দেখেছিল না। সে Coma তে রয়েছে এবং সেখান থেকেই সে নিজের স্বপ্ন নিজেই গড়ে তুলেছে।
  • আপনি কি জানেন? মাইনক্রাফট তৈরি করা হয়েছে 4th Dimension এর ওপর Base করে।
  • আপনি কি জানেন? মাইনক্রাফটে আত্মহত্যা করার ১০০ টিরও বেশি পথ আছে।
  • আপনি কি জানেন? মাইনক্রাফটের World এতটাই বড় যে এটাকে অসীম ধরা হয়। Player Spawn Point হতে প্রায় ৩০ মিলিয়ন ব্লকস্‌ দূরে এর সীমানা।
  • আপনি কি জানেন? মাইনক্রাফট গেমে যখনই Steve মারা যায়, সে আবার সেই World এই Spawn হয়। অনেকে বলে এটা নাকি Steve এর অভিশাপ।
  • আপনি কি জানেন? মাইনক্রাফট গেমে Ender Dragon মেয়ে এবং তারা নাম Jean
  • আপনি কি জানেন? মাইনক্রাফট গেমে Herobrine নামে এমন এক Entity ছিল যে সবকিছুকে ধ্বংস করে দিত। বর্তমানে তারা এই Entity কে সরিয়ে দিয়েছে।


তো হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। মাইনক্রাফটের ইতিহাস এতই বড় যে এটাকে নিয়ে লেখা শুরু করলে হয়তো একটা উপন্যাস হয়ে যাবে। তাই ধীরে ধীরে আমারা এই সম্পর্কে জানবো। 

ততক্ষণ পর্যন্ত ভালো আর আমাদের সাথে থাকবেন।  

- ধন্যবাদ

Post a Comment

নবীনতর পূর্বতন